রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই প্রথম রোহিঙ্গা ক্যাম্পে কোন ব্যক্তির মৃত্যু হলো। কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান সোমবার। আজ সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।
রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত অন্তত: ২৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তবে কারও মৃত্যুর খবর এই প্রথম।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ই মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে। রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।