রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, এটি তাদের অধিকার: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বিশ্বনেতা ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গারা বঞ্চনার শিকার। তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা বাড়াতে হবে।

রোহিঙ্গাদের ফুড রেশন নিশ্চিতে আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে কথা বলার কথাও জানান জাতিসংঘ মহাসচিব।

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আন্তোনিও গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জাতিসংঘের মহাসচিব।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকে তিনি বাংলাদেশের সংস্কার অ্যাজেন্ডার প্রতি জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বে ‘সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠীর’ মধ্যে অন্যতম রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.