রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুনে নিহত ১০

রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত হয়েছেন।

রোগীদের সরিয়ে নিতে গিয়ে এক চিকিৎসকসহ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। খবর বিবিসির।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াতরা নেয়াম্ত শহরে অবস্থিত ওই হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু গণমাধ্যমকে বলেন, শর্টসার্কিট থেকে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

তাতারু আরও বলেন, হাসপাতালটির কোভিড রোগীদের উদ্ধার করে ইয়াসি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ চিকিৎসককে হেলিকপ্টারে করে দ্রুত আরেকটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

রোমানিয়ায় এ পর্যন্ত সাড়ে তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮১৩ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.