রোনালদোহীন ম্যাচে আল নাসরের বড় জয়
সৌদি কিং কাপে জেদ্দার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসর। তবে বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলেননি ক্লাবটির সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ৮ মিনিটেই প্রতিপক্ষ দলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে আর গোল দিতে পারেননি সাদিও মানে, হোয়াও ফেলিক্সরা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ওয়াইসলির গোলে লিড দ্বিগুণ করে আল নাসর। ১০ মিনিট বাদে স্কোরলাইন ৩-০ করেন পর্তুগিজ ফেলিক্স। আর ম্যাচের শেষ দিকে মোহামেদ সিমাকান গোল করলে এক হালি গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জেদ্দা।

Comments are closed.