রোনালদোর পর মেসিও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে!

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনেও। তাইতো করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে প্রায় সব ফুটবল লিগই। এছাড়া বাড়তি সতর্কতা অবলম্বন করছেন ক্রীড়াবিদরাও। তাদের অনেকে স্বেচ্ছায় যাচ্ছেন কোয়ারেন্টাইনে।

জানা গেছে, করোনা আতঙ্কে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

তবে কোয়ারেন্টাইনে থাকলেও মেসির প্রস্তুতি নিতে তেমন কোনো অসুবিধা হবে না। কারণ তার ওই বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। এমনকি তার বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গা ‘নো ফ্লাই জোন’ এর অংশ। অতএব ভালোভাবেই অনুশীলন সারতে পারবেন এ তারকা ফুটবলার।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের মাদেইরায় আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত তার বিলাসবহুল বাড়িতেও অনুশীলনের সব ব্যবস্থা আছে।

You might also like

Comments are closed.