রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সফলভাবে শেষ করার প্রতিশ্রুতি রাশিয়ার

নিরাপত্তা, গুণগত মান রক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি)-র কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য রাশিয়া তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রবিবার (৩ মার্চ) পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে তার এ প্রতিশ্রুতির পুনরুক্তি করেন।

বৈঠক চলাকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে রাশিয়ান ফেডারেশনের স্টেট করপোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি (রোসাটম) এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করেন।

এসময় পররাষ্ট্র সচিব বলেন যে, এই প্রকল্পের দ্রুত সমাপ্তির ওপর বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সেইসঙ্গে, তিনি বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে রাশিয়ার মূল্যবান অবদানের প্রশংসা করেন।

বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে পররাষ্ট্র সচিব জানান।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং আলোচনায় আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের বিষয়ে সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.