রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার  (৭ে নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসের সই করা এক আদেশে এ প্রত্যাহারের তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে তাকে (আরিফুল ইসলাম) প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গাড়িতে ওঠার সময় রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরিফুল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা–সমালোচনা।

এদিকে আরিফুলকে প্রত্যাহার করা হলেও আদেশে ওই ঘটনার কোনো উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস সমকালকে বলেন, ‘দায়িত্ব পালনের স্থানে উপস্থিত না থাকার কারণে তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আর যে ঘটনাটির কথা বলা হচ্ছে সেটি তেজগাঁও এলাকায়। সে বিষয়েও তদন্ত হবে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

You might also like

Comments are closed.