রুশ ড্রোন হামলায় ইউক্রেনের রেলস্টেশনে ৩০ জন আহত, দাবি জেলেনস্কির

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, সুমি অঞ্চলের শোস্টকা শহরের ওই রেলস্টেশনে হামলার সময় সেখানে যাত্রী ও রেলকর্মীরা উপস্থিত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

জেলেনস্কি তার পোস্টে একটি ভিডিওও শেয়ার করেন, যেখানে একটি ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিতে আগুন জ্বলতে দেখা যায়।

সূত্র: বিবিসি নিউজ।

You might also like

Comments are closed.