রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণের শুরু ও শেষে ‘জয় বাংলা’ স্লোগান

আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিকালে মৌখিক আদেশে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদের ভাষণের শুরুতে ও শেষে জয় বাংলা স্লোগান দেবে।

এ সংক্রান্ত রিটে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। ৪ ডিসেম্বর হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।

আইনজীবীরা বলেন, ‘একাত্তরে ‘জয় বাংলা’ হয়ে উঠে আমাদের মুক্তি আন্দোলনের প্রধান স্লোগান।” আদালত বলেন, ‘মুক্তিযুদ্ধে সবার স্লোগান ছিল এই ‘জয় বাংলা’। তাছাড়া পাকিস্তানেরও অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।’

এ বিষয়ে ১৪ জানুয়ারি পরবর্তী শুনানি হবে।

You might also like

Comments are closed.