রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন
রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে কৃষ্ণসাগরে ন্যাটোর সামরিক মহড়ায় দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারগারিটা রোবলেস বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।
স্পেনের দুই যুদ্ধজাহাজ ব্লাস ডি লেজো এবং মেটেওরো ন্যাটোর ওই মহড়ায় অংশ নিতে আগামী ৩/৪ দিনের মধ্যে কৃষ্ণ সাগরে গিয়ে পৌঁছাবে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বুলগেরিয়ায় ন্যাটোর সামরিক বহরে যুদ্ধবিমান পাঠানোর কথাও ভাবছে।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মারগারিটা রোবলেস বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি কূটনৈতিকভাবে সামাল দেওয়া।