রাশিয়ায় করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু!

কোভিড-১৯ মহামারীর ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণার সপ্তাহ না পেরোতেই এর উৎপাদন শুরু করেছে রাশিয়া। স্পুটনিক-ভি নামের এই টিকা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম দাবি করে খুচরা বাজারে বিক্রির লক্ষ্যে শনিবার থেকে এর উৎপাদন শুরু করল দেশটি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

বিশ্বে করোনা প্রতিরোধে রাশিয়াই ‘প্রথম ভ্যাকসিন’ আবিষ্কার করেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন বিশ্ববাসীর জন্য কতটুকু নিরাপদ হবে সে বিষয়ে ইতিবাচক কোনো সাড়া এখনও পর্যন্ত দেয়নি।

You might also like

Comments are closed.