রামপুরার যানজট কমাতে নতুন পথ নির্দেশনা

রাজধানীর রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানবাহন চলাচলে পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এক গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর পুলিশ বলেছে, প্রতিদিন সকাল এবং বিকালের পিক আওয়ারে রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। যানজট নিরসনকল্পে আগামী ১২ মার্চ (বুধবার) থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এক্ষেত্রে ওই এলাকার যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ওয়াপদা ফিডার রোড হতে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহনসমূহ ডানে মোড় নেওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং হতে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে।

ডিআইটি রোডে রামপুরা ব্রিজ হতে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনসমূহ ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।

ওয়াপদা ক্রসিং এর পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলির) যানবাহনসমূহ ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট-টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ওই এলাকায় চলাচলের জন্য সম্মানিত নাগরিকবৃন্দ ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.