রাতের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

 

 

বার্নাব্যুতে মাঠে নামার আগে রিয়ালের কপালে চিন্তার ভাজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চোটের কারণে অনুশীলনে ছিলেন না এই ফরাসি তারকা। বিপরীতে ইনজুরিতে থাকা রদ্রি, কোভাচিচদের ছাড়াই মাঠে নামবে সিটিজেনরা। শঙ্কা আছে ডিফেন্ডার জন স্টোনসকে নিয়েও।

অপরদিকে, ব্রুগার মাঠে লড়বে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। এই ম্যাচে জয় পেলে শীর্ষস্থান আরও শক্ত করবে গানাররা। এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জয় নিয়ে দারুণ ছন্দে আছে মিকেল আর্তেতার দল। ঠিক একই সময়ে অ্যাতলেটিকোর বিলবাওর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে জয় পেলে দুইয়ে যাওয়ার সুযোগ থাকবে ফরাসি জায়ান্টদের সামনে।

 

You might also like

Comments are closed.