রাজনৈতিক কার্যক্রম থেকে শিশুদের বিরত রাখতে হবে: রানা ফ্লাওয়ার্স

রাজনৈতিক সহিসংসতায় শিশুদের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। দলগুলোর সঙ্গে আলোচনা করে যেকোনো রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার করা থেকে বিরত রাখার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, গত ৪ বছরে বাংলাদেশে শিশু সুরক্ষায় বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ অংশীদারিত্বে গত চার বছরে দেশের শিশু সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। ৬৪ জেলায় দুই হাজারেরও বেশি চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব গড়ে উঠেছে। পাশাপাশি হেল্পলাইনে প্রায় নয় লাখ কলে ৬৪ হাজার শিশুকে উদ্ধার ও সহায়তা দেয়া হয়েছে।

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে বড় সাফল্য এসেছে। খেলাধুলার মাধ্যমে উন্নয়ন কর্মসূচিতে প্রায় ১৪ মিলিয়ন তরুণ-তরুণী যুক্ত হয়েছে। যার ৭০ শতাংশই মেয়ে। এছাড়া, শুধু ২০২৪ সালেই ১২ হাজারের বেশি বাল্যবিবাহ রোধ করা গেছে বলেও জানান তিনি।

You might also like

Comments are closed.