রাজধানীর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) মালিবাগের ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আলমগীর খান। তার বয়স আনুমানিক ৫০ বছর।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আর-ইসলামের চার তলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

You might also like

Comments are closed.