রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রাজধানীতে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় জাকির মিয়া নামে (৫৬) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীরা ঘাতক প্রাইভেটকারের ভেতরে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে মাস্তুলের ‘জাজেস হাউজিংয়ের’ সামনে ৩০০ ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জাকির মিয়া।

নিহত জাকির কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আবদুল মোতালেবের ছেলে। খিলক্ষেতের পুরাতনী এলাকায় পরিবার সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। খিলক্ষেতে তার কাঁচা বাঁশের দোকান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহম্মেদ জানান, রাতে নিহত জাকির মিয়া ৩০০ ফিটের মাস্তলে গরুর হাটে বাঁশ বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সুরতহাল শেষে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিহত জাকিরকে ধাক্কা দেওয়ার পরেই পথচারীরা প্রাইভেটকারটি আটক করে পুলিশে দিয়েছে। সঙ্গে এক ব্যক্তিও ছিলেন। তবে, তিনি গাড়িটি চালাচ্ছিলেন কি না, এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

You might also like

Comments are closed.