রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী আটক

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, ‘আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি আটক করেছি। অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।’
You might also like

Comments are closed.