রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুই নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত ১০টা ৪৫ মিনিটে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ধারণা, তাদের হত্যা করা হয়েছে। তারা সম্পর্কে আপন বোন।

ডিসি মাকছুদুর রহমান বলেন, খবর পেয়ে নিহত দুই নারীর মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কে বা কারা হত্যা করেছে এই দুই নারীকে।

জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে হত্যার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

You might also like

Comments are closed.