রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এর ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) মিটার পদ্ধতিতে ভাড়া আদায় সমন্বয় কিংবা বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সকাল থেকে রাজধানীর মানিকনগর, মালিবাগে, গাবতলী মাজাররোড, মিরপুর ১৪, যাত্রাবাড়ী ও রামপুরা চালকরা রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করছে। এতে সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। সকাল থেকে অফিসগামী যাত্রীরা গণপরিবহন না পেয়ে রিকশা ও হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

চালকদের অভিযোগ, মালিকদের স্বেচ্ছাচারিতা, পথে পথে চাঁদাবাজি, স্ট্যান্ডের নামে অবৈধভাবে অর্থ আদায়সহ নানা কারণে তারা সরকারি নির্দেশনা মোতাবেক অটোরিকশা চালাতে পারেন না। অতিমুনাফালোভী মালিকদের জন্য তারা বাধ্য হয়ে মিটার ছাড়া অটোরিকশা চালান। কারণ, প্রতি শিফটে মালিককে জমা দিতে হয় ৯৫০ টাকা। আর রাতের শিফটে সকাল ৬টা অবধি চালালেও মালিককে দিতে হয় ৯০০ টাকা। ফলে, তাদের পক্ষে মিটারে অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে রাজধানীতে বেঁচে থাকা সম্ভব নয়।

চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চালকদের সঙ্গে আলোচনা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

You might also like

Comments are closed.