রমজানেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদির জয়ের আশা

মুসলিম বিশ্বকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের আশাপ্রকাশ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শুক্রবার এক টুইটবার্তায় এ আশা ব্যক্ত করেন মোদি।

টুইটে নরেন্দ্র মোদি লেখেন, রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করছি। পবিত্র এই মাসে মহানুভবতা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের প্রাচুর্য নেমে আসুক। আমরা যেন করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে জয়ী হই এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারি।

শুক্রবার রাতে সাহরি খেয়ে শনিবার থেকে রোজা পালন শুরু করেছে বাংলাদেশ ও ভারত।

তবে কেরালা ও কর্নাটকের উপকূলীয় এলাকাগুলোতে শুক্রবার থেকেই রোজা পালন শুরু করেছেন স্থানীয় মুসলিমরা।

করোনাভাইরাসের বিস্তার রুখতে এবারের রমজানে বাড়িতেই নামাজ, ইফতারি ও তারাবি আয়োজনের অনুরোধ জানিয়েছে ভারতীয় সরকার।

সরকারের সঙ্গে সহমত প্রকাশ করে দিল্লি জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন প্রতিবেশী, বন্ধুদের আপাতত ইফতারিতে বাসায় আমন্ত্রণ না জানায় এবং বাড়িতে নামাজের সময় এক কক্ষে তিনজনের বেশি না দাঁড়ায়।

দিল্লি পুলিশ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে নামাজ আদায় বন্ধ থাকলেও যথারীতি আজান চলবে। ইফতারি বিষয়ক আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজার রাখতে বলা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

You might also like

Comments are closed.