রবিবার মেক্সিকো সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামীকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) মেক্সিকো সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশটির স্বাধীনতা অর্জনের  ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আজ শনিবার ( ২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।

ফেসবুকে প্রতিমন্ত্রী লিখেছেন, আমাদের জন্য জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের শেষ দিন ছিল আজ। দিন শেষে নেত্রীর(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছ থেকে বিদায় নিলাম। কাল রওনা হবো মেক্সিকোর উদ্দেশ্যে, সেই দেশের ২০০ বছর পূর্তিতে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এবং একটি সাংস্কৃতিক দলও যোগ দেওয়ার উদ্দেশ্যে  ঢাকা থেকে রওনা দিয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর করেছিলাম মেক্সিকোতে। এবার উদ্দেশ্য থাকবে সম্পর্কটাকে আরো  এগিয়ে নেওয়ার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.