যেখানে রোজা রাখতে হবে ২০ ঘণ্টা

চলতি বছর পবিত্র রমজান মাসে সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা। দেশটির মুসলিমরা রোজা রাখবেন প্রায় ২০ ঘণ্টা। জানা গেছে তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট।

এরপর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬ মিনিট)।

সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ২০ মিনিট), চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার (১১ ঘণ্টা ৫২ মিনিট) মুসলিমরা।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে ১৩ এপ্রিল।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে মুসলিমদের ১০ থেকে ২১ ঘণ্টা সময় পর্যন্ত রোজা রাখতে হবে। আলজাজিরা।

You might also like

Comments are closed.