যুদ্ধবিরতি আলোচনার আগেই মস্কোয় ইউক্রেনের বড় আকারে ড্রোন হামলা
রাশিয়ার বিরুদ্ধে বড় আকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার মূল লক্ষ্য রাজধানী মস্কো হলেও রাতভর হামলায় দেশজুড়ে ৩৩৭টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে এএফপি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে বলেন, মস্কোর বিরুদ্ধে শত্রুদের বড় আকারে ড্রোন হামলা প্রতিরোধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা গেছে, রুশ সামরিক বাহিনী রাজধানীর আশেপাশে ৯১টি ড্রোন ভূপাতিত করেছে। কুরস্ক অঞ্চলে বাকি ১২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মস্কোর দক্ষিণ শহরতলিতে অন্তত এক ব্যক্তি নিহত ও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ।
ভোরোবিয়ভ জানান, দক্ষিণ পূর্বাঞ্চলের অপর এক মহল্লায় ড্রোনের ধসে পড়া অংশের আঘাতে একটি আবাসিক ভবনের অন্তত সাতটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন সময় এই হামলা হলো যখন শীর্ষ মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সৌদি আরবে বৈঠকে বসতে চলেছেন।
ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশাবাদী, এই পরিকল্পনার মাধ্যমে তিনি তার দেশের প্রতি মার্কিন সমর্থন ফেরাতে পারবেন।
নেপোলিয়ন-হিটলারের মতো মাখোঁও রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে: মস্কো
সম্প্রতি তিন বছরের যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে ট্রাম্প ইউক্রেনের প্রতি মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করেছেন।
গত মাসে ট্রাম্প-জেলেনস্কির ভেস্তে যাওয়া বৈঠকের পর এটাই দুই পক্ষের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
ইউক্রেন থেকে এক্সে সাইবার হামলা, দাবি মাস্কের: এদিকে, ইউক্রেন থেকে বড় আকারে সাইবার হামলার শিকার হয়েছে সামাজিক মাধ্যম এক্স। এমনটাই দাবি করেছেন ওই প্রতিষ্ঠানের মালিক ধনকুবের ইলন মাস্ক।
মাস্ক বলেন, এক্সের বিরুদ্ধে গুরুতর সাইবার হামলা হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। আমাদের ওপর প্রতিনিয়ত আঘাতের চেষ্টা করা হয়। কিন্তু এবারের আঘাত অনেক বড় আকারে হয়েছে।
ইলন মাস্ক ও এক্সের লোগো। প্রতীকী ছবি: সংগৃহীত
কোনো বড় সংস্থা অথবা দেশ সংগঠিত ভাবে এর পেছনে আছে বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দাবি করেন, যে কম্পিউটার সিস্টেম থেকে এই আক্রমণ চালানো হয়েছে তার আইপি অ্যাড্রেস ইউক্রেনের। কিন্তু এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেননি।
এর পর কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, এটুকু তথ্য থেকে এটা নিশ্চিত করে বলা যায় না হামলার জন্য ইউক্রেনই দায়ী।
ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে সোমবার (১০ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ প্রায় ৪০ হাজার এক্স ব্যাবহারকারী তাদের সেবা বিঘ্নিত হওয়ার কথা জানান।