যুদ্ধবিরতির পরও আল আকসায় ইসরাইলি পুলিশের হামলা
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমবেত হওয়ার পর সেখানে সংঘর্ষ বাঁধে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরাইলি পুলিশ।
আল-জাজিরা জানায়, ‘যুদ্ধ বিরতির পর ফিলিস্তিনিরা যখন গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল। তার পাশে থাকা ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে আসে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরাইলি পুলিশ।
তবে ইসরাইলি পুলিশ দাবি করেছে, পুলিশকে লক্ষ্য করে শতশত তরুণ পাথর ও মলোটভ ককটেল ছুঁড়তে শুরু করলে সংঘর্ষ বাঁধে।