যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে রেলের ৮টি ইঞ্জিন

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। শনিবার এসব ইঞ্জিন খালাস শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ৪০টি দ্রুতগতির ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে। এর প্রথম ধাপে এই ৮টি ইঞ্জিন এলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ আনা হচ্ছে। প্রতি ধাপে ৮টি করে মোট ৫ ধাপে ইঞ্জিনগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।

তিনি জানান, ব্রডগেজ লোকোমোটিভগুলো শনিবার থেকে ক্রেনের সাহায্যে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে খালাসের পর ‘ডামি’ চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।

You might also like

Comments are closed.