যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ৩০ হাজার ৮২৬ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৭১৬ জন। আর এদের মধ্যে মারা গেছে ৩০ হাজার ৮২৬ জন।

এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে অর্ধেক মৃত্যু হয়েছে নিউইয়র্কে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ আর সেভাবে হবে না। সংক্রমণের সময়টা এখন চলে গেছে।

You might also like

Comments are closed.