যুক্তরাষ্ট্রে নিখোঁজ উড়োজাহাজের ১০ জনই নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজটিকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়ার পর মার্কিন কোস্ট গার্ড শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জানিয়েছে, যানটিতে থাকা ১০ আরোহীই মারা গেছে।

সিএনএন লিখেছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। ছোট কমিউটার উড়োজাহাজটিকে নোম থেকে দক্ষিণপূর্বে ৩৪ মাইল দূরে পাওয়া গেছে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মাইক সালের্নো সিএনএনকে বলেন, উদ্ধারকারী দুই সাঁতারু উড়োজাহাজের ভেতরে তিনটি মৃতদেহ শনাক্ত করেছেন। বাকি সাতজন ‘ধ্বংসাবশেষের ভেতরে’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়।

তার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি শুরু করে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছিল সীমিত আকারে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার বেঞ্জামিন ম্যাকিনটায়ার-কোবল বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটির উচ্চতা দ্রুত হ্রাস পায় এবং গতি দ্রুত কমে যায়।

কোস্ট গার্ডের শেয়ার করা ছবিতে দেখা যায়, তুষারাবৃত একটি অঞ্চলে উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে গেছে।

কোস্ট গার্ড এক্স পোস্টে বলেছে, এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

সাম্প্রতিক দুটি দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির কাছে; মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন মারা যান। অপর দুর্ঘটনাটি ঘটে ফিলাডেলফিয়ায়, একটি মেডেভ্যাক জেট বিধ্বস্ত হয়ে সেই যাত্রায় সাতজন প্রাণ হারান।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.