যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফররত এ কে আব্দুল মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাক্ষাৎ হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়। টুইটে দুজনের একটি ছবি পোস্ট করে লেখা হয়ঃ
“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিউনিখে জলবায়ু সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এ বিষয়ে তারা নির্দিষ্ট প্রকল্প এবং ধারণার অনুসরণে সম্মত হন”।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী মোমেন জার্মানি থেকে ফ্রান্সে যাবেন। সেখানে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
প্রসঙ্গত, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর জন কেরিকে নিজের জলবায়ু উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।