‘যুক্তরাষ্ট্রের মতো ধনী আর পরিশীলিত দেশে ৫ লক্ষ করোনায় মরার কথা না’
বিশ্বের অন্যতম ধনী ও পরিশীলিত দেশে অর্ধ মিলিয়ন (৫ লক্ষ) মানুষ করোনাভাইরাসে মারা যাওয়ার কথা ছিল না, বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক-রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ফাউচি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর এমন সংখ্যাটিকে “অত্যাশ্চর্য” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বাজে ব্যবস্থাপনার কারণ দেশটির তীব্র রাজনৈতিক বিভাজন। দেশটির স্বাস্থ্যব্যবস্থায় গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে খারাপ নজির হয়ে থাকবে।”
উল্লেখ্য, করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ মহামারিতে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে যা বিশ্বে সর্বোচ্চ। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যার দিক থেকেও সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। মৃত্যুর দিক দিয়ে দেশটি আছে তৃতীয় অবস্থানে। আর, আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে এবং মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।