‘যুক্তরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বাজি ধরার ফল ভালো নয়’
মাস চারেক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন জো বাইডেন। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দের সোশ্যাল মিডিয়া ছিল টুইটার। আর এই টুইটারেই দিন নেই, রাত নেই টুইট করতেন তিনি। যদিও নির্বাচনে হেরে যাওয়ার পর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে টুইটার থেকে নিষিদ্ধ ট্রাম্প।
ট্রাম্পের মতো বাইডেন টুইটারে ততোটা সক্রিয় নন। কিন্তু অন্য অনেক বিশ্বনেতার মতো তিনিও নিয়মিত এই প্ল্যাটফর্মে। যারা বলেন যুক্তরাষ্ট্রের
‘আগের সেই সুদিন’ আর নেই তাদের উদ্দেশ্যে প্রায়ই তিনি টুইট করেন এই বলে যে, ‘যুক্তরাষ্ট্র ফিরে আসছে’।
কিন্তু এবার এর সাথে বাইডেন এমনকিছু যোগ করেছেন যাকে অনেকে ‘হুমকিস্বরূপ’ দেখছেন। বুধবার বাইডেন তার অফিসিয়াল টুইটার এবং ফেসবুকে পোস্ট করেছেনঃ
“যুক্তরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বাজি ধরার ফল কখনোই ভালো কিছু নয়। যুক্তরাষ্ট্র ফিরে আসছে।”
অনেককেই টুইটার এবং ফেসবুকের এই পোস্টে মন্তব্য করতে দেখা গেছে, এমন পোস্টের মাধ্যমে বাইডেন আসলে ঠিক কাকে হুমকি দিলেন?