যুক্তরাজ্যে নির্বাচন ৪ঠা জুলাই

অপেক্ষার অবসান ঘটিয়ে হঠাৎ করেই সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন বৃটিশ প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনাক। বুধবার ১০নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন কনজারভেটিভ দলনেতা। ঋষি সুনাক নিশ্চিত করেছেন যে ৪ঠা জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুনাক দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এখন বৃটেনের ভবিষ্যত বেছে নেয়ার মুহূর্ত। বলেছেন, আগামী সাধারণ নির্বাচন যা বৃটিশ জনগণের জন্য এক নতুন সূর্যোদয়ের দিন।

সুনাকের এই ঘোষণার পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গ্রীষ্মের সময়ে লাখ লাখ বৃটিশ নির্বাচনে ভোট প্রদানে বের হবেন, যা হবে বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য জীবন মরণ লড়াই। ঋষি সুনাক ও স্যার কেয়ার স্টারমারের মধ্যে এ লড়াই মূলত এমন সময় অনুষ্ঠিত হবে যখন কেয়ার স্টারমারের লেবার পার্টি জরিপ অনুযায়ী বিরাট ব্যবধানে এগিয়ে আছে।

রাজনৈতিক সমালোচকেরা বলেছেন, জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী মুদ্রাস্ফীতি এখন ২.৩ শতাংশ, যা ২০২১ সালের জুলাই থেকে সর্বনিম্ন স্তর বিধায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.