যান্ত্রিক ত্রুটি: পাথর উত্তোলন বন্ধ মধ্যপাড়া খনিতে

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনের কাজ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে পাথর উৎপাদন বন্ধ হয়ে যায় বলে খনি কর্তৃপক্ষের মুখপাত্র ব্যবস্থাপক শরিফ জামান জানিয়েছেন।

শরিফ জামান বলেন, ত্রুটি চিহ্নিত এবং তা সচল করতে সকাল থেকেই প্রকৌশলীরা কাজ করছেন।

কবে নাগাদ বা কতটা সময় লাগতে পারে চালু করতে এ বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব উৎপাদনে ফিরতে প্রকৌশলীরা তাদের কাজ অব্যাহত রেখেছেন।

কর্তৃপক্ষ জানায়, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। সে সময় পেট্রোবাংলা তিন শিফটে পাঁচ হাজার মেট্রিকটন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে উৎপাদন শুরু করে। তবে তা কখনোই ৮০০ টনের বেশি উৎপাদন করতে পারেনি।

এরপর ২০১৪ সালে খনির উৎপাদনের দায়িত্ব দেওয়া হয় জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নামে দেশীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। জিটিসি ভূগর্ভে অত্যাধুনিক খনন যন্ত্রপাতি ব্যবহার করে দক্ষ প্রকৌশলী ও দক্ষ শ্রমিক দিয়ে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত দৈনিক গড়ে ৫ থেকে সাড়ে ৫ হাজার মেট্রিকটন পাথর উৎপাদন হচ্ছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.