যশোরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, হুমকির মুখে পরিবার

যশোরে ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে।

ওই কিশোরীর (১১) বাড়ি যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামে। মামলা করায় আসামির পরিবার থেকে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী তার মায়ের সঙ্গে বসবাস করেন। তার মা একজন ভিক্ষুক।

অভিযোগে বলা হয়, মা সারাদিন বাইরে থাকার সুযোগে আব্দুর রহমান হত্যার হুমকি দিয়ে বেশ কিছুদিন ধরে তাদের বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে। সোমবার সন্ধ্যায় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে সে আবারও ধর্ষণ করে।

এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে আমাকে সব ঘটনা বলেছে। আমি স্থানীয় কয়েকজনকে এ ব্যাপারে জানিয়েছি।’

এর পরই অভিযুক্ত আব্দুর রহমানের স্ত্রী তার বাড়িতে এসে ধর্ষণ মামলার অভিযোগ তুলে নিতে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীর মা বলেন, ‘তাদের হুমকিতে আমি এখন চরম আতঙ্কে আছি। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল বলেন, ‘ধর্ষণের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেছেন।’

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ‘আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিশুটির পরিবারের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।’

 

You might also like

Comments are closed.