যশোরের ৪০ মণের ষাড় ‘ঠান্ডা ভোলা’

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলীতে পারিবারিক খামারে বেড়ে উঠেছে ফ্রিজিয়ান জাতের ষাড় ‘ঠান্ডা ভোলা’। গরুটির ওজন ৪০ মণ বলে দাবি করছেন ফুলেরগাতী গ্রামের খামার মালিক প্রসেনজিৎ রায়।

জানা যায়, বড়-ছোট মিলে মোট ৬টি গরু আছে প্রসেনজিৎ-এর খামারে। এরমধ্যে ষাড় আছে দুটি। প্রসেনজিৎ রায় জানান, ‘ঠান্ডা ভোলা’ নামের ষাড়টি তিনি প্রায় চার বছর যাবত লালন-পালন করছেন।

ঠাণ্ডা ভোলার খাদ্যতালিকায় রাখা হয়েছে খৈল, ভূষি, খড় ও ভুট্টার গুড়া। মাঝে-মধ্যে খাওয়ানো হয় সবুজ ঘাষ ও খুদের ভাত। প্রতিদিন প্রায় ১৫শ টাকার খাবার খাওয়াতে হয় গরুটিকে।

সরেজমিনে দেখা যায়, ঠান্ডা ভোলাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন। ষাড়টির ভালো দাম পাওয়ার আশায় পরিবারের সব সদস্য দিনরাত পরিশ্রম করছেন।

প্রসেনজিত রায় জানান, ভলো দাম না পাওয়ায় তিনি ষাড়টি এখনো বিক্রি করতে পারেননি। তবে তার দৃঢ় বিশ্বাস, ঈদের আগেই ষাড়টি ভালো দামে বিক্রি করতে পারবেন।

-যশোর প্রতিনিধি

You might also like

Comments are closed.