যমুনার পানি বাড়ছেই, ভোগান্তিতে সিরাজগঞ্জের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত ভারী বৃষ্টিপাতে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে লাগাতার বাড়ছে। গত এক সপ্তাহ ধরে ধীরে বাড়লেও শেষ দুদিনে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দ্রুত গতিতে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষ পড়েছেন দুর্ভোগে, বিপাকে পড়েছেন কৃষক, কৃষি শ্রমিক আর হাটবাজারে আসা সাধারণ মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ মিটার, যা ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সময়ে কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৩ মিটার, যা আগের দিনের তুলনায় ৪ সেন্টিমিটার বেশি এবং বিপৎসীমার ২২৫ সেন্টিমিটার নিচে।

তবে শুধু পানি বাড়াই নয়, এর প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে। চৌহালী, কাজিপুর, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার কিছু কিছু এলাকায় সবজি ক্ষেতে পানি উঠে ফসলের ক্ষতি হচ্ছে। এর প্রভাবে শহর ও গ্রামাঞ্চলের প্রতিটি হাটবাজারে কাঁচা সবজির দাম বাড়ছে প্রতিদিনই। নদীভাঙনের শঙ্কাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়, আর সবচেয়ে বিপাকে পড়েছেন ভাঙনকবলিত গরিব ও দিনমজুর শ্রেণির মানুষ।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, ‘উজান থেকে পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে পানি বাড়ছে ঠিকই, তবে আশা করছি পানি বাড়ার হার ধীরে ধীরে কমবে, কারণ উজানের দিকে পানি নেমে যাচ্ছে।’

তবে স্থানীয়দের শঙ্কা—পানি যদি এমনই বাড়তে থাকে, তাহলে সামনে বন্যা বা বড় ধরনের নদীভাঙন থেকে রক্ষা পাওয়াটা হয়তো আর সহজ হবে না।

-সিরাজগঞ্জ প্রতিনিধি

You might also like

Comments are closed.