‘যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই’

অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখবো।’
জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাবো। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করবো।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।’ তিনি প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.