ম্যারাডোনার মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ
অসুস্থ ম্যারাডোনার দেখ ভালের জন্য একটি প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছিল। তার পাশে সার্বক্ষণিক থাকতো একাধিক নার্স। ২৪ নভেম্বর রাতে যে কর্তব্যরত নার্স ছিলেন তার ভাষ্যমতে, রাত ১১টার সময় তিনি ম্যারাডোনাকে জীবিত অবস্থায় পেয়েছিলেন।
২৫শে নভেম্বর সকাল ৭.৩০ পর্যন্ত ম্যারাডোনা জীবিত ছিলেন তিনি তা টের পেয়েছেন। তার পরের শিফটে যে নার্স ছিল তিনি বলেন, তিনি আসার ৪ ঘণ্টা পর ১২.১৬ মিনিটে ম্যারাডোনাকে তিনি ডাক দেন, কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ম্যারাডোনার ভাগিনা জনিকে কল করেন। সে যখন দেখল ম্যারাডোনা কোন নিঃশ্বাস নিচ্ছে না, তখন সেখানকার স্থানীয় ডাক্তার ডাকা হয়।
১১ মিনিট পর, ১২.২৭ মিনিটে এ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। তারপর ম্যারাডোনাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে জানা যায় ম্যারাডোনার বিদায়ের পর তার চলে যাওয়ার কারণ অনুসন্ধানে নামছে আর্জেন্টিনার আইন শৃঙ্খলা বাহিনী।
তারা সেখানকার সিসি ক্যামেরায় প্রতিবেশীদের যাতায়াত পর্যবেক্ষণ করছে এবং কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন। ২৫ নভেম্বর মারা যান আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি।