ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয়

রোববার (১৫ সেপ্টেম্বরের) ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বির শুরুটা ছিল আবেগঘন। প্রয়াত জনপ্রিয় বক্সার ও আজীবন সিটি সমর্থককে স্মরণে দুই দলের সমর্থকরাই হাততালিতে ভরিয়ে তোলেন ইতিহাদ স্টেডিয়াম। ঠিক সেই আবহেই মাঠে নামা পেপ গার্দিওলার দল দারুণ এক জয়ে প্রিয় ভক্তকে শ্রদ্ধা জানাল।
প্রথম একাদশে মৌসুমের প্রথমবার সুযোগ পেয়ে গোলের দেখা পেলেন ফিল ফোডেন। জেরেমি ডোকুর দারুণ ক্রস থেকে ১৮ মিনিটে মাথা ছুঁইয়ে এগিয়ে দেয় স্বাগতিকদের। স্টকপোর্টের ছেলে ফোডেনের উদযাপনেই যেন ফুটে উঠল হ্যাটনের প্রতি নিবেদন।
তবে ডার্বির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন যথারীতি আর্লিং হলান্ড। ৫৩তম মিনিটে লুক শ’র ফাঁক গলে পাওয়া ডোকুর পাস থেকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক বাইয়ানদিরকে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা। এরপর হ্যারি ম্যাগুইয়ারের ভয়াবহ ভুলে বার্নার্দো সিলভার পাস থেকে তৃতীয়বারের মতো জালে বল জড়ান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের এই দ্বৈরথে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল আটে।
মাঝে পোস্টে লেগে ফিরেছিল হলান্ডের আরও এক প্রচেষ্টা, অন্যদিকে দোনারুম্মা রক্ষা করেছেন সিটিকে দুর্দান্ত সেভে। ইউনাইটেডও কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু কাটিং এজের অভাবেই কার্যকর হতে পারেনি তারা।
শেষ দিকে ক্যাসেমিরো আর এমবেউমো কিছুটা চাপ তৈরি করলেও ডোনারুম্মার অসাধারণ প্রতিরোধে গোল পাওয়া হয়নি অতিথিদের। গ্যালারিতে তখন ভেসে আসছিল সিটি সমর্থকদের ব্যঙ্গাত্মক স্লোগান, ‘ইউ’আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং’ -ইঙ্গিত, চাপে থাকা রুবেন আমোরিমের চাকরি নিয়ে।
টানা দুই প্রিমিয়ার লিগ হারের পর এই দাপুটে জয় সিটিকে শুধু তালিকায় এগিয়েই নিল না, বরং শুরুর ধাক্কা সামলে মৌসুমে নতুন গতি দেওয়ার ইঙ্গিতও দিল। সবচেয়ে বড় কথা, ম্যাচটা হয়ে রইল প্রয়াত ভক্ত হ্যাটনের প্রতি এক উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য।
You might also like

Comments are closed.