ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫৫ কেজি আলু পেলেন ফুটবলার

ম্যাচসেরার পুরস্কার হিসেবে খেলোয়াড়দের হাতে সাধারণত ট্রফি, মেডেল কিংবা নগদ অর্থই দেখা যায়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে যা দেওয়া হয়েছে তাতে চোখ কপালে উঠলে পারে।

ম্যাচসেরার পুরস্কার হিসেবে যে ঠেলাগাড়ি ভর্তি আলু দেওয়া হয়েছে। আলুর পরিমাণ ছিল ৫৫ কেজি। এমন পুরস্কার পেয়ে মজাই পেয়েছেন সোনারইয়ুস্কার সেন্টার ব্যাক ম্যাক্সিম সউলাস। পুরস্কার পাওয়ার বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিজেই জানিয়েছেন তিনি।

ম্যাচসেরার পুরস্কারের বিষয়ে ফরাসি সেন্টার ব্যাক সউলাস বলেছেন, ‘আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। আবার তারা কিছু আলু স্যুপ কিচেনে দিয়েছে।’ আর সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র‌্যাভন এ নিয়ে বলেছেন, ‘পুরস্কারের বিষয়টি ঠিক করে ম্যাচের স্পনসররা। সে (সউলাস) মজা পেয়েছে এবং ঘটনাটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’

নরশেল্যান্ডের বিপক্ষে গত রবিবার ৩-২ গোলের জয় পায় সোনারাইয়ুস্কা। দলের জয়ের প্রথম গোলটি করেন সউলাস। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন ব্যতিক্রম পুরস্কার দেওয়ার রীতি নতুন নয়। অনেক আগে থেকে চল হয়েছে। নরওয়ের ক্লাব ব্রাইন এফকে যেমন ম্যাচসেরার পুরস্কার হিসেবে ডিম, ভেড়ার বাচ্চা, দুধ দিয়ে আলোচনায় এসেছে।

You might also like

Comments are closed.