মৌ এর নতুন গান চুম্বক প্রেম প্রকাশিত

পহেলা (১) ডিসেম্বর প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী মৌ এর নতুন গান। তার চতুর্থ একক মৌলিক এই গানের শিরোনাম ‘চুম্বক প্রেম’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিপন খান। ‘উর্বশী ফোরাম’ নামক ইউটিউব চ্যানেল থেকে তার এই একক গানটি প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে মৌসুমী মৌ মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, “প্রকাশ হওয়ার পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানের কথা ও সুর সুন্দর হয়েছে। তাছাড়া আমি নিজেও চেষ্টা করেছি ভালোভাবে কণ্ঠ দেওয়ার জন্য। আশা করছি গানটি সবাই শোনবেন।”

উল্লেখ্য, গান ছাড়াও মৌ একজন থিয়েটার কর্মীও। কাজ করছেন প্রাঙ্গণেমোর থিয়েটারের হয়ে। তাছাড়া মূকাভিনয়ের দল মাইম আর্টের সঙ্গেও বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। এর পাশাপাশি টিভি নাটকে অভিনয় ও স্টেজ শোতে নিয়মিত গান করেন মৌ। ২০২০ সালের আগস্ট মাসে তার প্রথম মৌলিক গান ‘তুই বড় স্বার্থপর’ প্রকাশ হয় প্লাবন কোরেশীর কথা ও সুরে জি সিরিজের ব্যানারে। মৌ মূলত ফোক ঘরানার গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

You might also like

Comments are closed.