মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার পর সেখানে অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযান রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে। অভিযানে অন্যতম মাদক কারবারি নাসিমকে গ্রেপ্তারসহ মোট ১৪ জনকে আটক করা হয়। যাকে সন্দেহজনক মনে হয়েছে, তাকেই তল্লাশি করে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় ৮টি চাপাতি, ৪টি মদের বোতল, ৬৮টি হেলমেট এবং মাদক।

এর আগে সকালে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহ আলম নামে একজন নিহত হন।

You might also like

Comments are closed.