মোবাইলে নেটওয়ার্ক পেতে নাগরদোলায় মন্ত্রী!

ভারতের মধ্যপ্রদেশে এক মন্ত্রী মোবাইল ফোনে নেটওয়ার্ক পেতে চড়েছেন ৫০ ফুট উঁচু নাগরদোলায়। ঘটনাটি ঘটেছে প্রদেশটির অশোকনগর জেলার আমখো গ্রামে।

তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। রোববার ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যসভার জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী ব্রজেন্দ্র সিং যাদবের ছবি ছাপা হয়েছে পত্রিকাতেও। খবর এনডিটিভির

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামটি পাহাড়ের মাঝে অবস্থিত। সেখানে ‘ভগবদ কথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে ৫০ ফুট উঁচু নাগরদোলাটি আনা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয়রা নানা সমস্যা নিয়ে আমার কাছে আসেন। কিন্তু এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের সহায়তা করতে পারছিলাম না। তাই আমি সমস্যা সমাধানে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নেটওয়ার্ক পেতে নাগরদোলায় উঠি।

মন্ত্রীর ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দেশটির সরকারের ‘ডিজিটাল ভারত’ প্রকল্প নিয়ে রসিকতা করেছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.