মোদি পেলেন শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদক

ভারতের নিরাপত্তা ও স্বার্থ বিঘ্নিত হয় এমন কাজ সেদেশের ভূখণ্ডে হতে দেবে না শ্রীলঙ্কা। এই বিষয়ে গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। সেইসঙ্গে গতকাল প্রধানমন্ত্রী মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার কলোম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান দ্বীপরাষ্ট্রের পাঁচ মন্ত্রী। গতকাল সকালে ইনডিপেন্ডেন্স স্কয়ারে মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট দিশানায়েক। সেখানে মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ পদক’-এ ভূষিত করা হয়।

পদক প্রদান অনুষ্ঠানে দিশানায়েক বলেন, শ্রীলঙ্কার খারাপ সময়ে বারবার পাশে দাঁড়িয়েছে ভারত। সেটা ২০১৯ সালে জঙ্গি হামলা হোক কিংবা সাম্প্রতিক কোভিড মহামারির সংকটকাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও শ্রীলঙ্কা যুগান্তকারী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ত্রিনকোমালিকে একটি জ্বালানিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্মত হয়েছে দুই দেশ।

এ ছাড়াও ভারতের অনুদানে শ্রীলঙ্কার পূর্ব অঞ্চলে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে একাধিক বিষয়ে ইতিবাচক কথা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.