মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
আরও পড়ুন
Trending
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় মাহবুব নামে এক পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে ইয়াসিন মিয়া পলাতক।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেড়িয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।
-নারায়ণগঞ্জ প্রতিনিধি
Comments are closed.