মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় মাহবুব নামে এক পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে ইয়াসিন মিয়া পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহবুব প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে তার ছেলে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে আসছিল। শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ সময় সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেড়িয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

-নারায়ণগঞ্জ  প্রতিনিধি

You might also like

Comments are closed.