মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় নিহত ২১

আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। গত ৯ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এ হতাহতের ঘটনা ঘটল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা। খবর তাসের।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ভার্দাদে রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে, সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেনের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে বিরোধীরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোজাম্বিকের রাজধানীতে সরকারবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এ সময় তারা দোকানপাট, অফিস, থানা, ব্যাংক ও ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর মধ্যদিয়ে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরো একটি মেয়াদ পেলো।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফল পুনর্গণনা করতে ব্যর্থ হলে ১৫ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.