মেসি-রোনালদো বিতর্কে নিজের মত দিলেন ম্যাক অ্যালিস্টার
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হলো লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো, কে সেরা? গত দেড় দশকের বেশি সময় ধরে ভক্ত, বিশেষজ্ঞ, এমনকি খেলোয়াড়দের মধ্যেও এই বিতর্কের শেষ নেই। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার মনে করেন, এ প্রশ্নের উত্তর অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে খেলা এই তারকা এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি না রোনালদো? আমি মনে করি কখনোই কোনো বিতর্ক ছিল না। আমি রোনালদোকে সম্মান করি, তিনি বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় এবং তিনি অসাধারণ।

Comments are closed.