মেসির পর নেইমারকে নিয়ে এই প্রথম বাংলায় অ্যাপ

লিওনেল মেসির পর এবার নেইমারকে নিয়েও বাংলায় এপস তৈরি করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করলেও কম্পিউটারের প্রোগ্রামিংয়ের প্রতি অদম্য আগ্রহ। সে আগ্রহ থেকেই তিনি এই অ্যাপ্লিকেশনটি তৈরি করলেন।

এর আগে তিনি ফুটবল লিজেন্ড লিওনেল মেসিকে নিয়েও বাংলা ভাষায় অ্যাপ তৈরি করেছিলেন। বাংলা ভাষাকে ফুটবল প্রেমিদের মাঝে ছড়িয়ে দেবার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

বাংলা ভাষায় কেন নেইমারকে নিয়ে অ্যাপ তৈরি করলেন, এটা নিয়ে জহির বলেন, ‘অনেক বাংলা ভাষাভাষি মানুষ ফুটবলে ব্রাজিলকে সমর্থন করেন। নেইমারের কারণেও অনেকে পিএসজি ক্লাবকে সমর্থন করছেন। অনেকেই প্রিয় ফুটবলার সম্পর্কে জানতে চান; কিন্তু নেইমারকে নিয়ে বাংলা ভাষায় গুগল প্লে স্টোরে কোন অ্যাপ নেই। এজন্যই পৃথিবীব্যাপি ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষি নেইমার ভক্তদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস Neymar Biography & Wallpaper 4K (বাংলায়) অ্যাপটি।’

এপটি নিয়ে তিনি বলেন, ‘এই এপটি সহজভাবে সবাইকে বিশ্বনন্দিত ফুটবলার নেইমার সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে নেইমারের বিভিন্ন 4K ওয়ালপেপার দেয়া হয়েছে, যেগুলো ব্যবহারকারীরা তাদের মোবাইল কিংবা কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। নিয়মিত বিরতিতে অ্যাপটিতে আপডেট তথ্য সন্নিবেশ করা হবে।’

যারা অ্যাপের মাধ্যমে নেইমারের জীবনী ভিত্তিক বিভিন্ন বিষয়ে বাংলা ভাষায় তথ্য পেতে আগ্রহী, তাদের জন্য এই অ্যাপটি হতে পারে অত্যন্ত কার্যকরী সমাধান। বাংলা ভাষায় প্রথম নেইমারের জীবনীভিত্তিক অ্যাপ পেতে নিচের লিঙ্ক থেকে ইনস্টল করুন-
https://play.google.com/store/apps/details?id=banglastore.com.neymarbiographywallpaperhd

You might also like

Leave A Reply

Your email address will not be published.