মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে

লিওনেল মেসির দূর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এক বছর পর মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে মাশচেরানোর দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল মেসির দাপট। ৩৪ মিনিটের মাথায় গোল করে মায়ামিকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য বিরতির আগে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি।

তবে বিরতি থেকে ফিরেই সেই মেসিই ম্যাচে ফেরান মায়ামিকে। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি।

ম্যাচের ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিও। নিজের ক্যারিয়ারে এই নিয়ে ৬০ম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

You might also like

Comments are closed.