মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে ইন্টার মায়ামি

প্লে অফে মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইন্টার মায়ামি। ৪-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে সবগুলো গোলেই ছিল এলএমটেনের অবদান। এছাড়াও প্রফেশনাল ক্যারিয়ারে ৪০০ অ্যাসিস্টের মালিক একমাত্র এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের দশম মিনিটে একক প্রচেষ্টায় প্রথম গোলটি করেন মেসি। মাঝ মাঠ থেকে বল পেয়েই চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে খুজে নেন জালের ঠিকানা।

ম্যাচের ৩৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ব্যাকপাসে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার। এরপর ৭৩ মিনিটে জর্দি আলবার ব্যাক পাস থেকে স্কোর শিটে নাম লেখান আলেন্দে।

এই গোলের রেশ থাকতেই দ্বিতীয় গোলও পেয়ে যান তিনি। মেসির বাড়ানো বল থেকে ন্যাশভিলের জালে শেষ পেরেক ঠুকে দেন আলেন্দে। বড় জয় নিয়ে মাথ ছাড়ে মায়ামি।

You might also like

Comments are closed.