মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটিকে হারাল মায়ামি

মেজর লিগ সকারে দারুণ ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল। মেসির জোড়া গোলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচের প্রথমার্ধে মেসি নিজে গোল করতে না পারলে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান। আর দ্বিতীয়ার্ধে চেনারূপে দেখা মিলে ফুটবলের এই মহাতারকাকে। ম্যাচের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজও।
এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ও দ্বিতীয় স্থানে অবস্থান এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।
জোড়া গোল করার মধ্য দিয়ে মেজর লিগ সকারের গোল্ডেন বুটের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি। একইসঙ্গে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন মেসি।
You might also like

Comments are closed.